![সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/abnews-24_137775.jpg)
সিরাজগঞ্জ, ০২ মে, এবিনিউজ: সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধস্থ হয়েছে। বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ খুটি ভেঙ্গে তার ছিড়ে পড়ায় জেলার প্রায় শতাধিক গ্রাম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বুধবার সকালে প্রবল বৃষ্টিপাত চলাকালে কাজিপুর উপজেলা চরাঞ্চলে কৃষক রফিকুল ইসলাম (৪৫) নামে নিহত হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে বর্জ্রপাতে নিহতের সংখ্যা দাড়াঁলো ৭ এ। এদিকে দুপুরে উত্তর পশ্চিম কোণ থেকে উঠে আসা কাল বৈশাখী ঝড় সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায়। সেইসাথে প্রবল বর্ষণে জনজিবন অতিষ্ট হয়ে পড়েছে। এতে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ করে উর্তি বোরো ধান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা