![চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/abnews-24.b_137779.jpg)
চট্টগ্রাম, ০২ মে, এবিনিউজ: চট্টগ্রামের এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্যের জট সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ হত্যা করা হয়েছে। অন্যদিকে নিহত গৃহবধুর শ্বশুড়বাড়ির লোকজন বলছে বিষপান করে তার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে গৃহবধু টুম্পা রানী দেবীর (২১) মৃত্যু হয়। সে ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার পরিমল চন্দ্র দেবনাথের মেয়ে।
নিহত গৃহবধূর আত্মীয় রনজিত জানান, ৩ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের হরিমন নাথের ছেলে তপন নাথের সাথে বিয়ে হয় টুম্পার। বিয়ের কিছুদিন পর থেকে টুম্পাকে শারীরিক নির্যাতন করতো। এই বিষয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়।
সর্বশেষ গত মঙ্গলবার স্বামী ও শশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে বিষপানে আত্মহত্যা করছে বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এমনকি আমাদেরকে খবরও দেওয়া হয়নি। পরে রাত ১০ টার দিকে অন্য মাধ্যমে খবর পেয়ে ছুটে আসি। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ( মর্গে) রাখা আছে। এছাড়া হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অন্যদিকে নিহত গৃহবধু টুম্পার শশুর পক্ষ হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, বিষপান করে টুম্পার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিষ খেয়ে অসুস্থবোধ করলে আমরা টুম্পাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, এক গৃহবধুর মৃত্যুর সংবাদ শুনেছি। তবে সে কি আত্মহত্যা, নাকি হত্যা তা লাশের ময়নাতদন্তের পর জানা যাবে।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা