বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাঘাটায় বজ্রপাতে নিহত ২, আহত ৩

সাঘাটায় বজ্রপাতে নিহত ২, আহত ৩

সাঘাটা (গাইবান্ধা), ০২ মে, এবিনিউজ: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা বিলকিছ বেগম (৪০) ও ছেলে সোহেল মিয়া (১৮) মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী আবদুস ছালাম ও অপর এক ছেলে আবু তারেক ও গোলজার গুরুত্বর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আবদুস ছালাম তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের একটি জমিতে বোর ধান কাটছিলেন।

এসময় বৃষ্টির সাথে আকাশ চমকানো দেখে তারা জমির পাশের একটি শ্যালোমেশিন ঘরে আশ্রয় নেয়। হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা ও ছেলে সোহেল মিয়ার মৃত্যু হয়। এছাড়া এসময় ঘটনাস্থলে থাকা আবদুস ছালাম ও তার অপর ছেলে আবু তারেক ও গোলজার গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা সাঘাটা থানার এসআই নয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশের সুরতহাল রিপোর্ট শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/আসাদ খন্দকার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত