![ভিসির বাসায় হামলাকৃতরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়: স্বরাষ্ট্রমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/asaduzzaman-kamal_137785.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় হামলার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তারা সবাই বহিরাগত। আজ বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হামলাকারীরা কেউ ছাড় পাবে না। তথ্যানুসন্ধান চলছে এখনও যাদের গ্রেফতার করা হয়নি তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, যেভাবে ভিসি ভবনে হামলা হয়েছে, এতে মনে হচ্ছে এরা পেশাদার। তাদের পেছন থেকে কারা পুশ করেছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
এবিএন/মমিন/জসিম