![সাঘাটায় অগ্নিকান্ডে চারটি ঘর ভষ্মিভূত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/abnews-24.bbbb_137786.jpg)
সাঘাটা (গাইবান্ধা), ০২ মে, এবিনিউজ: গাইবান্ধার সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামে বিদ্যুতের সর্টসাকিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় চারটি ঘর ভষ্মিভূত হয়েছে। এছাড়াও ভষ্মিভূতের ঘটনায় ঘরের আসবাবপত্র সহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার হেলেঞ্চা গ্রামের বিদুভূষনের পুত্র কল্যাণ চন্দ্রের বাড়ীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুতের সর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে মুহুতের মধ্যে চারটি ঘর ভষ্মিভূত হয়। এতে ওই পরিবার গুলোর চারটি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে গাইবান্ধার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিএন/আসাদ খন্দকার/জসিম/তোহা