শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী, ০২ মে, এবিনিউজ: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর খেয়াঘাট এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান ও দুটি কাতুজ সহ অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মণ্ডল (৪৫) কে আটক করেছে ডিবি পুলিশ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নিরাপদ মণ্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের পঞ্চানন্দ মণ্ডলের ছেলে।

রাজবাড়ী (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মণ্ডল একটি পিয়াজের বস্তার মধ্যে লুকিয়ে অস্ত্র ও গুলি নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে দু’টি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক নিরাপদ মণ্ডলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত