![বোদায় সংখ্যালঘুর বসতবাড়ি ভেঙ্গে দিল দুষ্কৃতিকারীরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/panchogoar_abnews24_137791.jpg)
বোদা (পঞ্চগড়), ০২ মে, এবিনিউজ: পঞ্চগড়ের বোদা পৌর শহরের মহিলা কলেজ সংলগ্ন হাজিপুর মৌজার সাড়ে সাত শতক সংখ্যালঘু রামদাস এর ক্রয়কৃত জমির ওপর বসত ভিটা গত সোমবার ভেঙ্গে দিয়েছে এক দল দুষ্কৃতিকারী। জানা গেছে, গত ১৪/১১/২০০৫ইং এবং ২৪/০৫/২০০৬ইং তারিখে উপজেলার মাঝগ্রামের মৃত ফহিম উদ্দীনের পুত্র মোঃ মোকলেছার রহমানের নিটক থেকে হাজীপুর মৌজা, জে এল নং-১২৮, এস. এ খতিয়ান-১০২,১০৩, খারিজ খতিয়ান ১১৮২, ১৫৬০, দাগ নং-১২২০, ১২২১ মোট জমি সাড়ে সাত শতক দলিল মূলে ক্রয় করেন রামদাস।
কিন্তু দীর্ঘদিন ধরে ওই জমি দখল দিচ্ছে না ক্রয়কৃত জমির মালিক। এতে রামদাস থানায় একটি অভিযোগ দাখিল করেও কোন কাজ হয়নি। পড়ে বিভিন্ন লোকজনের পরামর্শে ক্রয় কৃত জমিতে রামদাস বসবাসের জন বাড়ি ঘর তুলছে এবং বিভিন্ন ধরণের গাছপালা রোপন করেন। কিন্তু ঐ জমিতে বাড়ি, ঘর ও গাছ গত সোমবার এক দল দুষ্কৃতিকারী ভেঙ্গে দিয়েছে। এতে তারা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা