![শিবপুরে কচুর বাম্পার ফলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/abnews-24.bbbbbbbbb_137794.jpg)
শিবপুর (নরসিংদী), ০২ মে, এবিনিউজ: শিবপুরে কচুর এবার বাম্পার ফলন হয়েছে। ফলন ভাল হওয়ায় একটি কচু ৬/৭ ফুট লন্বা হয়েছে। কৃষক আফছার উদ্দিন আধা বিঘা জমিতে প্রায় দুই হাজার কচুর চারা রোপন করে গত এক মাসে কচু গাছ থেকে লতি উত্তোলন করে বিভিন্ন হাট বাজারে প্রায় ২০ হাজার টাকা বিক্রি করে বলে জানায় ।
কৃষক আফছার উদ্দিন বলেন, পাইকারদের নিকট প্রায় ২ হাজার কচু গাছ ৩৫ হাজার টাকা বিক্রী করেছি। আমার আধা বিঘা জমিতে ২ হাজার কচু গাছের পরির্চচা করতে ৫ হাজার টাকার ও কম খরচ হয়েছে। সকল খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকা আয় হয়েছে। এ ছাড়াও এবছর শিবপুরে অনেক কৃষকরা কচুৃ চাষ করে লাভবান হয়েছেন।
সোনালী ব্যাংক কর্মকর্তা মোহন বলেন, আমি ১শত টাকা দিয়ে একটি কচু শিবপুর বাজার থেকে কিনেছি। তা বেশ সুস্বাদু ছিল।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা