বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মদনে মে দিবসে শ্রমিক নেতা লাঞ্চিত: দুগ্রুপের উত্তেজনা

মদনে মে দিবসে শ্রমিক নেতা লাঞ্চিত: দুগ্রুপের উত্তেজনা

মদনে মে দিবসে শ্রমিক নেতা লাঞ্চিত: দুগ্রুপের উত্তেজনা

মদন (নেত্রকোনা), ০২ মে, এবিনিউজ: আন্তর্জাতিক মে দিবসে নেত্রকোনার মদনে শ্রমিক নেতা লাহুত মিয়া লাঞ্চিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার শ্রমিক নেতা ও চালকদের মধ্যে জাহাঙ্গীরপুর সেন্টারে এ ঘটনা ঘটে। এতে অটো যাত্রীগণ পড়েছে ভোগান্তিতে। মঙ্গলবার বিকাল থেকে আজ বুধবার এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনাটি নিষ্পত্তি না হওয়ায় দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা সদরে জাহাঙ্গীরপুর সেন্টারের অটো-টেম্পু,সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা থেকে রেজিস্টেশন এনে গোটা উপজেলা তাদের নিয়ন্ত্রনে রাখে । সম্প্রতি পৌর সভা থেকে মদন বাজারের মৈত্রী সিএনজি ,অটো শ্রমিক সমবায় সমিতির নামে অপর আরেকটি সংগঠনের অনুমোদন নেয় শ্রমিক নেতারা। অনুমোদন নিয়েই অটো চালকদের নিকট থেকে তারাও চাঁদা আদায় শুরু করেন। এতে দু’গ্রুপের অটো চালকদের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়।

মে দিবসে কর্মসূচিতে অংশ নিতে এসে মৈত্রী সিএনজি ,অটো শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোঃ লাহুত মিয়া র‌্যালি শেষে তার কার্যালয়ে ফেরার পথে জাহাঙ্গীরপুর সেন্টারের চৌরাস্তার মোড়ে পৌঁছলে অটো-টেম্পু,সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের চালকরা তাকে টেনে হেচরে কিলঘুষি মেরে লাঞ্চিত করে। এর পর থেকে ফতেপুর- বালালী থেকে আসা শতাধিক অটো মদন বাজারেই স্যান্ড করতে হচ্ছে। যাত্রীগণ তাদের নিদিষ্ট স্থানে পৌঁছতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

এ ব্যাপারে অটো শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোঃ লাহুত মিয়া জানান, আমরা পৌর সভা থেকে বৈধ কাগজ পত্র নিয়ে স্যান্ড গড়ে পৌর টোল আদায় করছি। এতে তারা প্রতিহিংসা পরায়ন হয়ে মে দিবসে আমাকে লাঞ্চিত করেন। এ ব্যাপারে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করব।

অটো-টেম্পু,সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ওয়ারেছ উদ্দিন জানান,অত্র উপজেলায় রেজিস্টেশন প্রাপ্ত শ্রমিক ইউনিয়ন একটি। এর ছাড়া আর কেহ চাঁদা আদায় করতে পারবেনা। তবে তারা এলাকার প্রভাবকাটিয়ে জোড় পূর্বক আমার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে মে দিবসে কথা কাটাকাটি চালকদের সাথে হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করছি। ওসি মোঃ শওকত আলী জানান, বিষয়টি মৌখিক ভাবে আমাকে জানালে লাঞ্চিত লাহুত মিয়াকে দেখে এসেছি। তবে কোন লিখিত অভিযোগ পায়নি।

পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, শ্রমিক লাঞ্চিত হওয়ার ঘটনা শুনেছি। তবে মদন বাজারে অটো আটকিয়ে রাখার ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।

ইউএনও মোঃ ওয়ালীউল হাসান জানান, জাতীয় দিবসে এমন একটি ঘটনা খুবই দুঃখ জনক। বিষয়টি নিয়ে মদন থানার ওসির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত