বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মেঘনায় নৌযানে প্রতিনিয়ত চলছে চাঁদা আদায়

মেঘনায় নৌযানে প্রতিনিয়ত চলছে চাঁদা আদায়

তিতাস (কুমিল্লা), ০২ মে, এবিনিউজ: কুমিল্লার মেঘনা উপজেলায় মনিরের নেতৃত্বে প্রতিনিয়ত লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, দির্ঘদিন ধরে মেঘনা উপজেলার মোগারচর ইউনিয়নে পারারবন্দ ব্রীজ এলাকার কাঠালিয়া নদিতে নৌযান থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে মনির গ্রুপ।

অভিযোগ উঠে পারারবন্দ গ্রামের মৃত জাবেদ ওরফে জাবু মিয়ার ছেরে মনির হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ প্রতিনিয়িত সিলেট থেকে চাঁদপুর, নারায়নগঞ্জ, দাউদকান্দি, মতলবগামী ইঞ্জিন চালিত নৌকা ও কার্গো থেকে ১ থেকে ২হাজার আদায় করা হচ্ছে। প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চাঁদা আদায় করছে ওই পারারবন্দ ব্রীজ সংলগ্ন নদী থেকে।

নাম প্রকাশ না করা শর্তে বলে, আমরা এলাকায় থেকে দেখি কত লোক এই নদী পথে নির্যাতনের শিকার হচ্ছে ভয়ে কেউ কিছু বলতে পারে না।এক কার্গোর চালক বলে এদিক দিয়ে আসলেই দুই থেকে আড়াই হাজার টাকা চাঁদা দিতে হয়। এরাস্তায় শত শত ট্রলার চালক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এবং চাঁদা কম দিলে মারধর শুরু করে। এলাকাবাসী ও নৌযানের চালকরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মনিরের ফোনে একাধীকবার কল করেও তাকে পাওয়া যায়নি। মেঘনা থানার ওসি সামসুউদ্দিন বলেন এবিষয়ে আমার কিছু জানা নেই। তবে নদী থেকে কেউ চাঁদাবাজী করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত