![আদমদীঘিতে হেরোইনসহ গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/abnews-24.bbbbbbbbbbbbbbb_137801.jpg)
আদমদীঘি (বগুড়া), ০২ মে, এবিনিউজ: বগুড়ার আদমদীঘির সান্তাহারে হেরোইন সহ শাহীন আলম (৪২) কে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে টিএসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার মোজাহারের ছেলে মাদক ব্যবসায়ী শাহীন আলম ৩০ পুড়িয়া হেরোইন নিজ হেফাজতে রেখে বিক্রি সময় তাকে সান্তাহার বটতলী নামক স্থান থেকে গ্রেফতার করে।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা