ঢাকা, ০২ মে, এবিনিউজ: পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন তৃতীয়বারের মতো বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে তার বোলিং করা নিয়ে আর কোনো সমস্যা রইল না।
গত অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে উঠে ৩৭ বছর বয়সী হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। অ্যাকশনে সমস্যা ধরা পড়ার পর ১ নভেম্বর ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন হাফিজ। পরীক্ষায়ও তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।
অ্যাকশন শোধরানোর জন্য ইংল্যান্ডের এই ভার্সিটিতে কাজ করার পর ফের পরীক্ষা দেন হাফিজ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বুধবার হাফিজের বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা দেয় আইসিসি।
মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির বিবৃতিতে জানানো হয়, পুনরায় মূল্যায়নের পর মোহাম্মদ হাফিজের বোলিং বৈধ বলে প্রমাণিত হয়েছে। পাকিস্তানের এ অফ-স্পিনার ফের আন্তর্জাতিকে বোলিং করতে পারবে।
এখন থেকে ঠিক ১৩ বছর আগে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে হাফিজের। তখন এখনকার মতো করাকরি নিয়ম না থাকায় দ্রুতই বোলিংয়ে ফেরার সুযোগ পেয়েছিলেন হাফিজ।
২০১৪ সালে দ্বিতীয় দফায় মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। যে কারণে তাকে ১২ মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়।
এবিএন/মমিন/জসিম