![তামিমের দেয়া ব্যাটে রুমানার সেঞ্চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/02/tammmim_137809.jpg)
ঢাকা, ০২ মে, এবিনিউজ: তামিম ইকবালের দেয়া ব্যাট দিয়েই সেঞ্চুরি হাকিয়েছেন রুমানা। এই সেঞ্চুরির মধ্য দিয়ে নিজেকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশ নারী দলের এ অধিনায়ক।
প্রায় দশ বছর ধরে ক্রিকেট খেলছেন রুমানা। নিজের খেলা ৩০টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে শতরানের দেখা পাননি রুমানা। একদিনের ক্রিকেটে তার সেরা ইনিংস ৭৫। যেটা তিনি ২০১৩ সালে ভারত সফরে আহমেদাবাদে করেন।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে মূল ম্যাচে শতরানের ইনিংস খেলার সম্ভাবনা তৈরি করেছেন জাতীয় নারী দলের এ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারী দল ৫টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বুধবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট উইমেন দলের বিপক্ষে ১৩৬ রানের লড়াকু ইনিংস খেলেন বাংলাশে নারী ক্রিকেট দলের এ অধিনায়ক। রুমানার দেখাদেখি সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিংকি। এ দুই তারকা ব্যাটে ভর করে ৫০ ওভারে ২ উইকেটে ২৭০ রান তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বুধবার দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির ১ নম্বর গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো কাটেনি। মাত্র ৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় অতিথিরা।
তৃতীয় উইকেট জুটিতে ফারজানা হক পিংকির সঙ্গে ২৬৬ রানের পার্টনারশিপ গড়েন রুমান। আর এই জুটিতেই দুজনের পকেটে পুড়েন জোড়া সেঞ্চুরি। ১৪৩ বলে ১০ বাউন্ডারিতে ১০২ রান করে ফারজানা। তাকে ছাড়িয়ে যান অধিনায়ক রুমানা আহমেদ।
আফ্রিকা সফরে যাওয়ার আগে নিজের দুই ব্যাট হারিয়ে বিপদে পড়ে যাওয়া রুমানাকে ব্যাট গিফট করেন তামিম ইকবাল। আর সেই ব্যাটে খেলে ১৪৪ বলে ২০ বাউন্ডারিতে ১৩৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন রুমানা।
টার্গেট তাড়া করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট উইমেন দল কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারের খেলা শেষে ২৩ রান সংগ্রহ করেছে।
এবিএন/মমিন/জসিম