বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ঢাকা, ০২ মে, এবিনিউজ: বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। বিশ্ব বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত ডাটাবেজে এ তথ্য জানানো হয়। বিশ্বের ১০০টি দেশের চার হাজারের বেশি শহরের দূষণের তথ্যের ভিত্তিতে আজ বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।

বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সবচেয়ে দূষিত বায়ুর শহরের চতুর্থ স্থানেও রয়েছে দেশটির ফিল্ম সিটি খ্যাত মুম্বাই।

অন্যদিকে, নয়াদিল্লির পর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় মিসরের গ্রেটার কায়রো শহর। এছাড়া চীনের রাজধানী বেইজিং রয়েছে পঞ্চম স্থানে।

বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৬ সালে দূষিত বায়ুর প্রভাবে বিশ্বে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে বায়ু দূষণে। এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত