মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

পাঁচ রান দিয়ে আট উইকেট শিকার ফাহিমার

পাঁচ রান দিয়ে আট উইকেট শিকার ফাহিমার

ঢাকা, ০২ মে, এবিনিউজ: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। আজ ছিল প্রস্তুতি ম্যাচ। বুধবার নর্থ ওয়েস্টের বিপক্ষে এই ম্যাচটিতে ৯০ রানে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ের পেছনে বড় অবদান করেছেন লেগস্পিনার ফাহিমা খাতুন। বোলিংয়ে দশ ওভার বল করে পাঁচ রান দিয়ে আটটি উইকেট শিকার করেন তিনি। দশ ওভারের মধ্যে ছয় ওভার ম্যাডেন করেন এই লেগস্পিনার।

অন্যদিকে, আজ বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেছেন রুমানা আহমেদ ও ফারজানা খাতুন। অধিনায়ক রুমানা আহমেদ ১৩৬ রান করে অপরাজিত থাকেন। ১০২ রান করে অপরাজিত থাকেন ফারজানা খাতুন।

এদিন পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। পরে নর্থ ওয়েস্ট ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৮০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত