বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জর্জিয়ায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯

জর্জিয়ায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯

ঢাকা, ০৩ মে, এবিনিউজ: গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় শহর সাভানায় মার্কিন সামরিক বাহিনীর কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। জানা যায়, এদিনই উড়োজাহাজটি প্রত্যাহার করে নেওয়া কথা ছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের। এটি প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হতো।

পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের মুখপাত্র মেজর পল ডাহলেন বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, নয়জন নিহত হয়েছেন।’ নিহতদের সবাই ক্রু ছিলেন।

জর্জিয়া ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর বলেন, স্বজনরা এলে নিহতদের নাম জানানো হবে।

পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেলো এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

সিএনএন জানিয়েছে, বুধবার জর্জিয়ার সাভানা থেকে অ্যারিজনার টুসন শহরে যাচ্ছিল উড়োজাহাজটি। এটিই শেষ উড্ডয়ন ছিল উড়োজাহজাটির। এরপর এটাকে সার্ভিস থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল।

সামরিক বাহিনীর এক সদস্য জানান, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি অন্তত ৫০ বছরের পুরোনো।

এক প্রত্যক্ষদর্শী বলেন, মাটি কাঁপছিল যাতে মনে হচ্ছিল বোমা বিস্ফোরিত হয়েছে। আরেকজন বলেন, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে উড়োজাহাজটি থেকে বিকট শব্দ শুনতে পান তিনি।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত