বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে বিক্রি হচ্ছে ভেজাল ও নিন্মমানের বিস্কুট

লালমনিরহাটে বিক্রি হচ্ছে ভেজাল ও নিন্মমানের বিস্কুট

লালমনিরহাটে বিক্রি হচ্ছে ভেজাল ও নিন্মমানের বিস্কুট

লালমনিরহাট, ০৩ মে, এবিনিউজ: লালমনিরহাটে বিভিন্ন হাট বাজার গুলোতে খোলা বাজারে বিক্রি হচ্ছে ভেজাল ও নিন্মমানের বিস্কুট। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী, অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব বিস্কুট দামে কম হওয়ায় ফলে ক্রয় করছে লোকজন। নিষিদ্ধ পলিথিনের ব্যাগে ও রাস্তার পাশে উম্মুক্ত স্থানে ধুলোবালিতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব বিস্কুট।

এসব বিস্কুট উৎপাদনে প্রচুর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কোথায় ? কি দিয়ে ? এবং কোনো পরিবেশ এসব বিস্কুট তৈরী হচ্ছে ? উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলোর কোনো অনুমোদন আছে কি না ? তা খোঁজ খবর নেয়ার দাবী তুলেছেন জেলার সচেতন লোকজন।

সড়ে জমিনে দেখা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট এলাকায় প্রায় ২০টি ভাসমান খোলা বিস্কুটের দোকান। ওই সব দোকানে প্রতিদিন অন্তত ১০/১২ মণ বিস্কুট বিক্রি হচ্ছে। তা ছাড়া ঐ বাজারে “মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজ” নামে বিস্কুটের একটি আড়ৎ রয়েছে। প্রতিদিন শত শত মণ বিস্কুট বিক্রি হচ্ছে ওই আড়ৎ থেকে। আড়ৎতের মালিক শহিদুল ইসলাম, লাবলু মিয়া ও জহির ইসলাম নামে তিনজন।

তারা জানান, সারা দেশের ব্যবসায়ীদের মত তারাও ঢাকা থেকে এসব বিস্কুট নিয়ে এসে এলাকায় বিক্রি করেন। এর বাইরে তারা অন্য কোনো কথা বলতে রাজি হয়নি। আড়ৎ থেকে ব্যবসায়ীরা বিস্কুট পাইকারী দরে ক্রয় করে বিভিন্ন হাট-বাজারে খুচরা বিক্রি করেন। এ অবস্থা জেলার ৫ উপজেলায়। এ সকল বিস্কুট ঠিক কবে উৎপাদন করা হয়েছে ? মেয়াদ কবে শেষ হবে ? তার কিছুই বস্তার গায়েও উলে¬খ নেই। আর বিএসটিআই’র নামে যে সরকারী প্রতিষ্ঠান রয়েছে তারও কোন অনুমোদনও নাই।

বিশেষ করে চর অঞ্চলের লোকজন কোন কিছু যাচাই বাছাই না করে খোলা বাজারে বিস্কুটের দোকানে গিয়ে বিস্কুট ক্রয় করেছে। প্রতি কেজি বিস্কুট ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, আমরা নিয়মিত ভোজাল বিরোধী অভিযান পরিচালনা করছি। অনুমোদনহীন পণ্য বিক্রির সুযোগ নেই বলে তিনি জানান। তারপরও যদি কেউ অনুমোদনহীন পণ্য বিক্রি করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত