
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : ভারতের রাজস্থানে ভয়াবহ ধূলিঝড়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি ও স্থাপনা।
বুধবার রাতে রাজ্যের আলবার, ভারতপুর ও ধলপুর জেলায় এ ধূলিঝড় আঘাত হানে। ঝড়ে এসব জেলার অনেক এলাকায় গাছগাছালি ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
রাজধানী দিল্লি থেকে ১৬৪ কিলোমিটার দূরের আলওয়ারে গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত রাত থেকে জেলাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতপুর জেলায়। এখানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাজস্থানের কয়েকটি অংশে তীব্র দাবদাহ বয়ে যায়। এ সময় কোটা অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়। রাজ্যটির বিভিন্ন অংশে ধূলিঝড়, দাবদাহ ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
এবিএন/সাদিক/জসিম