![বোচাগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/atok2_137845.jpg)
বোচাগঞ্জ (দিনাজপুর), ০৩ মে, এবিনিউজ : বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ এর নেতেৃত্বে এস.আই আবু তালেব ও সঙ্গীয় আব্দুল মান্নান (মুন্সি)সহ পুলিশের ১টি দল আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মেলাগাছী গোরস্থানপাড়া এলাকার ইয়াবা সমাজ্ঞী মোছা. লিপি বেগম (৩৮)কে ৫৩ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলা নং-৪, তাং-০৩-০৫-২০১৮ ইং। গ্রেফতারকৃত লিপি বেগম মেলাগাছী গোরস্থানপাড়া এলাকার আযাদের স্ত্রী বলে জানা গেছে।
এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/এমসি