![পরিচ্ছন্নতায় বদলে যাবে ভেড়ামারা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/rally_abnews_137846.jpg)
ভেড়ামারা (কুষ্টিয়া), ০৩ মে, এবিনিউজ : ‘প্রাণের শহর পরিচ্ছন্নতা’ শ্লোগানে একদল প্রাণোচ্ছল ছাত্র-ছাত্রীর উদ্যোগে ‘অগ্রদূত’ নামক সংগঠনের আয়োজনে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় শহরের বিভিন্ন অলি-গলিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভেড়ামারার পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. রুহুল ইসলাম, পৌর কাউন্সিলর, পুলিশ, সাংবাদিক, সুধীজন ও সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ।
পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা বলেন, স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার মো.সোহেল মারুফ দিন বদলের উদ্যোক্তা এসব তরুণদের ‘অগ্রদূত’ সংগঠনকে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পক্ষে অভিনন্দন জানান।
এবিএন/সাইফুল ইসলাম/জসিম/এমস