বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালিত

দুর্গাপুরে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালিত

দুর্গাপুরে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা), ০৩ মে, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে “বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস” উদযাপন উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব এর আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জনগণের মধ্যে সচেতনতার লক্ষ্যে সাংবাদিক ও সর্বস্তরের অংশগ্রহণে পৌরশহরে এক র‌্যালি প্রদক্ষিণ করে।

পরে প্রসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মি. মাইকেল প্রদীপ বাউল এর সভাপতিত্বে ১ মিনিট নিরবতা পালন শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, এ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, আফম সফিউল্লাহ্, ধ্রুব সরকার, নিতাই চন্দ্র সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদকর্মীগন সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার এক কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে দৌড়ে চলছে। সীমিত অধিকার, চাপ ও মৌলিক অধিকার হরণকারীর বিরুদ্ধে সব সময় কাজ করতে হচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য প্রকাশ করতে গিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে প্রতিনিয়ত। সারাদেশে মফস্বল সংবাদকর্মীদের নিরাপত্তায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে জোর দাবি জানানো হয়।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত