সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

লিবিয়ায় নির্বাচন কমিশন সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ১৫

লিবিয়ায় নির্বাচন কমিশন সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ১৫

ঢাকা, ০৩ মে, এবিনিউজ : লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।

হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।

লিবিয়ার সরকারি ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের ৯ কর্মী, নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য ও ২ সন্ত্রাসী নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে।

সন্ত্রাসীরা বুধবার নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।

নির্বাচন কমিশনের উপপ্রধান আবদাল হাকিম বেলখাইর বলেন, এটা স্পষ্ট যে লিবিয়ার আসন্ন নির্বাচন যেকোন উপায়ে বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে।

জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকার নিহতদের জন্য ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত