![ভারতের উত্তরপ্রদেশে ঝড়ে ৪০ জনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/ind_137850.jpg)
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : টানা বৃষ্টিপাতের পর ঝড়ে ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঝড় আঘাত হানে বলে জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
৪০ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ঘুমন্ত অবস্থায়। বৃষ্টির পর ঝড়ে নাজুক ঘরের ছাদ ও চাল ধসে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ভারতপুরের ১২ জন, আলওয়ারের ৪ জন, ধলপুরের ১১ জন এবং ঝুনঝুনু ও বিকানারের একজন করে রয়েছে।
এবিএন/সাদিক/জসিম