শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঘাটাইলে হাসান আলী শিক্ষা বৃত্তি প্রদান

ঘাটাইলে হাসান আলী শিক্ষা বৃত্তি প্রদান

ঘাটাইল (টাঙ্গাইল), ০৩ মে, এবিনিউজ : গতকাল বুধবার টাঙ্গাইলের ঘাটাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা হাসান আলী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধা হাসান আলী শিক্ষা ফাউন্ডেশন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ।

জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. শামছুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ন ম বজলুর রহিম রিপন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান, বৃত্তি দাতা মো. হাসান আলী মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে. এম. শামছুল হক।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা তানভীর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ মিয়া, ভিপি আবু সাইদ রুবেল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে ৯১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত