![বড়াইগ্রামে স্কাউট লিডারদের বেসিক ট্রেনিং অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/nator_abnews24 copy_137861.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ০৩ মে, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে আজ বৃহস্পতিবার দিনব্যাপি স্কাউট লিডারদের ৩৪০তম বেসিক ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কোর্সে ৪৭টি মাধ্যমিক ও ৩টি দাখিল মাদরাসার ৫০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট দলের সম্পাদক গোপালপুর উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক সামছুর রহমান শাহিন, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি