![বদলগাছীতে ট্রাক্টর দুর্ঘটনায় ২জনের মুত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/badalgachi-tractor_137866.gif)
বদলগাছী(নওগাঁ) , ০৩ মে, এবিনিউজ: নওগাঁর বদলগাছীতে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া ভাবে চলাচলের কারনে ২ মাসে দুর্ঘটনায় ২ জনের মুত্যু ঘটেছে। এছাড়া উপজেলার খাদাইল বাজারে এক স্কুল ছাত্র স্কুলের সামনে দুর্ঘটানার কবলে পড়ে মুত্যু বরন করে। ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনসাধারণ। এলাকা বাসী জানায় প্রতি বছরই ইটভাটার সিজিনে কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় একদিকে রাস্তা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সামান্য বৃষ্টি হলেই রাস্তা মরণফাঁদে পরিণত হয়। আর প্রাণ হারানোর সহ ঘটেছে রহ রহ ছোট-বড় নানা দুর্ঘটনা। এতে করে নষ্ট হচ্ছে পরিবেশ।
বদলগাছী উপজেলার প্রায় সবখানেই চলছে ফসলি জমির মাটি কাটা ও অবৈধ যানবাহন ট্রাক্টর দিয়ে সেই মাটি ইট ভাটার জন্য পরিবহনের কাজ যেন দেখার কেউ নেই। গত ১৪মার্চ উপজেলার ফয়জাবাদ গ্রামের রুবেল হোসেনের ছেলে নাহিম (১৩)ইটভাটা মাটি বহন কারী ট্রাক্টরের চাপায় তার মুত্যু ঘটে। গত ২৯ মার্চ উপজেলার জাবারীপুরহাট-গবরচাঁপা সড়কের কানপাড়া মোড়ে ট্রাক্টর চাপায় ঘটনার স্থলেই মুত্যু বরণ করে। বিভিন্ন গ্রামের লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের পাকারাস্তা গুলি একয় অবস্তা।
সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার(সেলিম)ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ডাঃ আকরাম হোসেন চৌধুরী প্রচেষ্টায় রাস্তা গুলো পাকা করণের কাজ করায় এলাকাবাসীর দীর্ঘদিনে দুর্ভোগ লর্ঘণ হয়।
বিভিন্ন ইট ভাটায় ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করায় উপজেলার প্রায় সব রাস্তা জন সাধারনের চলাচলের ঝুকিপৃর্ন হয়ে পড়েছে। রাস্তায় চলাচলকারী লোকজনদেরকে চরম বিল্বনা এবং দূর্ঘটনার কবলে পড়তে হয়। রাস্তা গুলি দিয়ে প্রতিদিন সংখ্যক শিশু শিক্ষার্থী, সাইকেল মোটরসাইকেল ও ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে। একদিকে পাকা রাস্তা ক্ষত-বিক্ষত হয়ে ধুলোময় রাস্তায় পরিণত হচ্ছে। অপরদিকে সামান্য বৃষ্টি হলে পাকার উপর কাদার তৈরি হয়ে পরিণত হচ্ছে আর এই সবকিছু মিলিয়ে এ যেন মরণফাঁদের রাস্তা।
বদলগাছী মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ শিংহ বলেন ডাক বাংলোর মোড় হইতে স্কুল প্রর্যন্ত রাস্তা এমন অবস্তা স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচলের ঝুকি পৃর্ন্ন হয়ে পড়েছে জরুরী ব্যবস্তা নেওয়া প্রয়োজন। প্রাথমিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ রাস্তাদিয়ে প্রতিদিন আমাদের শিশু সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। গত কয়েক মাস থেকে ট্রাক্টরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। কয়েক জন অভিভাবকের সাথে কথা বলে তারা জানায় রাস্তা গুলোর যে অবস্তা বাচ্চদের একা ছাড়া দুরের কথা নিজেরাই হেটে যাওয়া মুসকিল।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ মনজুর মোরশেদ বলেন, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের দ্বারা শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এই ধুলাবালি নাশিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের মাঝে শ্বাসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিডি)মোঃ মুনিরোজ্জামান বলেন আমাদের গ্রামীন যে রাস্তাগুলো রয়েছে নিয়ম ১০টনের বেশী লোড দেওয়া নিষেধ খাকলেও কেউ তা মানেনা। বিশেষ করে ইট ভাটার মাটি বহন কারী ট্রাক্টর গুলো বেশী ক্ষতি করছে এ রাস্তার। তিনি আরো বলেন প্রতিটি উপজেলা সমন্নয় মিটিনে আলোচনা করা হয় তারপরও কোন ফল হয়না। যদি প্রশাসন ভ্রামম্যমান আদালতের ম্যাধমে প্রয়োজন ব্যাবস্তা গ্রহণ তাহলে কিছুটা রক্ষা হতেপারে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বদলগাছী উপজেলা প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এখানে আমাদের করার কিছু নেই আপনারা নওগাঁ জেলা প্রশাসন থেকে জানে নেন।
এবিএন/ হাফিজার রহমান/জসিম/নির্ঝর