
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : উত্তর লন্ডনে বুধবার রাতে এক উৎসব চলাকালে এক বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে।
খবর সিনহুয়ার খবরে বলা হয়, ইহুদিদের বার্ষিক উৎসব লেগ ব’ওমার চলাকালে রীতি অনুযায়ী অনেক মোবাইল ফোন আগুনে ছুড়ে মারলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ উৎসব উপলক্ষ্যে স্টামফোর্ড হিলে শত শত মানুষ সমবেত হয়। সেখানে এ বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন আগুনে পুড়ে গেছে ও ২০ জন হুড়োহুড়িতে আহত হয়।
এবিএন/সাদিক/জসিম