![উ. কোরিয়ার সঙ্গে সম্মেলনের পর জনপ্রিয়তার রেকর্ড মুনের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/moon_137872.jpg)
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুগান্তকারী সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। তিনি বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। জনমত যাচাই করা প্রতিষ্ঠান রিয়ালমিটার বৃহস্পতিবার এ তথ্য জানায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মতামত জরিপে অংশ নেয়া প্রতি চারজনে তিনজনই মুনকে সমর্থন করেছে। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় চালানো এ ধরনের জরিপের ফলাফলের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার যেকোন প্রেসিডেন্টের জন্য এ যাবৎকালের মধ্যে এটি একটি রেকর্ড।
রিয়ালমিটার জানায়, শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মুনের বৈঠকের পর এ ফলাফলে পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
সম্মেলনের পর এ সপ্তাহে প্রেসিডেন্ট মুনের প্রতি জনগণের সমর্থন ৮ পয়েন্টের বেশি বেড়ে ৭৮.৩ শতাংশে দাঁড়িয়েছে।
অস্ত্রবিরতি পালন করা উভয় দেশের সীমান্তবর্তী পানমুনজম গ্রামে অনুষ্ঠিত ওই যুগান্তকারী বৈঠকে দুই নেতা একটি স্থায়ী শান্তি চুক্তির ব্যাপারে কাজ করতে সম্মত হন।
খবর এএফপি
এবিএন/সাদিক/জসিম