গাইবান্ধা, ০৩ মে, এবিনিউজ : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরুর দাবিতে শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালন করে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরে শ্রমিকদের একটি দল গিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ শফিকুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপির মাধ্যমে বলা হয়েছে জেলার অন্যান্য ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের মাটি কাটার কাজ শুরু করা হলেও খোলাহাটি ইউনিয়নে এখন পর্যন্ত কর্মসূচির কাজ শুরু করা হয়নি। ফলে কাজ শুরু না হওয়ায় ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হচ্ছে। শ্রমজীবি শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। যা কখনোই কাম্য হতে পারে না।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ শফিকুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের উপর অনাস্থা এনেছে। এই আভ্যন্তরীন সমস্যার কারণে এই কর্মসূচির কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সমস্যা যাই হোক কাজটি উপজেলা পরিষদের দায়িত্বে আগামী ২-৩ দিনের মধ্যে শুরু করা হবে।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি