শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে হেলপার নিহত: আহত ১০

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে হেলপার নিহত: আহত ১০

সিরাজগঞ্জ, ০৩ মে, এবিনিউজ: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাগর শেখ (১৪) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাঁতী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর শেখ সদর উপজেলার বারাকান্দি গ্রামের রেজাউল ইসলামের ছেলে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী সিয়াম-শিফাদ পরিহবণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার নিচে খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপারসহ অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে হেলপার মারা যান। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

এবিএন/ এস, এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত