![ফের মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ জঙ্গি-বিমানের বাধা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/us-fighter-jet_137880.jpg)
ঢাকা, ০৩ মে, এবিনিউজ : রাশিয়ার জঙ্গি বিমানগুলো বাল্টিক সাগরের উপর একটি মার্কিন বিমানকে তাড়া করে বিমানটিকে উড়ে যেতে বাধা দেয়ার চেষ্টা করেছে।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন সেদেশের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই খবর জানিয়েছে। চ্যানেলটি আরও জানিয়েছে, রাশিয়ার সুখোই-২৭ জঙ্গি-বিমান গতকাল মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট গোয়েন্দা বিমানের ওপর অন্তত ১০ মিনিট ধরে নজরদারি করেছে। এক পর্যায়ে রাশিয়ার ওই জঙ্গি বিমান মার্কিন বিমানটির প্রায় ২০ ফুটের মধ্যে অবস্থান নেয় বলে কোনো কোনো সংবাদ সূত্রে বলা হয়েছে।
মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছে, একইরকমের একটি ঘটনা গত জানুয়ারি মাসেও ঘটেছিল। সে সময় রুশ জঙ্গি-বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণ সাগরের উপরে তাড়া করেছিল।
রিপোর্টে বলা হয়েছে, রুশ বিমান বাহিনীর মাধ্যমে প্রায়ই মার্কিন যুদ্ধ জাহাজ এবং জঙ্গি বিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে।
রুশ কর্মকর্তারা মার্কিন এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন। রুশ সীমান্ত বিশেষ করে বাল্টিক সাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদ জানিয়ে এসেছে মস্কো।
এবিএন/জনি/জসিম/জেডি