শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে মারামারিতে ছাত্রলীগের ৩ জন আহত

সুন্দরগঞ্জে মারামারিতে ছাত্রলীগের ৩ জন আহত

সুন্দরগঞ্জ, ০৩ মে, এবিনিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে মারামারিতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সরকার নদী ভাঙ্গন ও আশ্রয়হীন অসহায় মানুষের আশ্রয়স্থল নিশ্চিত করণের লক্ষ্যে আশ্রায়ন প্রকল্প চালু করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের উজান বুড়াইল চরে আশ্রায়ন প্রকল্প-২ নামে ১’শ পরিবারের মাঝে আবাসন ব্যবস্থা করার জন্য ব্যারাক নির্মাণ করা হয়। নির্মিত ব্যারাকগুলো আশ্রায়হীন পরিবারগুলোকে বরাদ্দ দেয়ার কথা থাকলেও স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার ও কিছু সংখ্যক প্রভাবশালী লোকজন অর্থের বিনিময়ে ব্যারাকের ঘরগুলো বরাদ্দ দেয়ার চেষ্টা করেন।

এ অবস্থা বুঝতে পেরে উপজেলা প্রশাসন গত ৩০ এপ্রিল ব্যারাকস্থলে গিয়ে প্রকৃত সুবিধা ভোগীদের মাঝে চাবি হস্থান্তর করেন। এসময় ব্যারাকের ৫টি রুমের জন্য প্রকৃত সুবিধা ভোগী না পাওয়ায় তা হস্তান্তর না করেই তা বরাদ্দ দেয়া স্থগিত করেন।

এ সুযোগ বুঝে চেয়ারম্যানের লোকজন গত বুধবার সন্ধ্যায় ঘরগুলোর তালা ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করলে কাপাসিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে মারামারিতে ৩ জন আহত হয়। আহতরা হলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন, আরিফ ও সাখাওয়াত।

এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারের সাথে কথা হলে তিনি ঘর বরাদ্দের নামে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করলেও মারামারির বিষয়টি স্বীকার করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান অবশিষ্ট ৫টি ঘর প্রকৃত সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

এবিএন/ শাহ মোঃ রেদওয়ানুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত