বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) , ০৩ মে, এবিনিউজ: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে গাইবান্ধার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে কর্মরত সাংবাদিকরা আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফোরাম কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফোরাম সহ- সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম , দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত, কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ, নুর আলম আকন্দ, মোস্তাফিজুর রহমান, চাদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্যামল রায়, সাধারণ সদস্য মিজানুর রহমান , আব্দুর রাজ্জাক ও সাইদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরন, পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ্য ও জীবন দানকারী সাংবাদিকদের স্বরন , ক্ষমতাকে নিয়ন্ত্রনে রাখা গণমাধ্যম, বিচার ব্যবস্থা এবং আইনের শাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এবিএন/ তাজুল ইসলাম প্রধান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত