বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সূচক কমেছে পুঁজিবাজারে

সূচক কমেছে পুঁজিবাজারে

ঢাকা, ০৩ মে, এবিনিউজ : সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন মন্দায় পুঁজিবাজারের সূচক কমেছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৪০.৫৪ পয়েন্ট। এসময় ডিএসইতে ৫৭৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ১০৭.৬৫ পয়েন্ট। এসময় সিএসইতে ২২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই'র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির। দর কমেছে ১৪৯টি কোম্পানি ও ফান্ডের, দর অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ১২ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ২২১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ১৭ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে ৫৯২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪০.৫৪ পয়েন্ট কমে ৫৬৯৮.৬৮ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্যসূচক ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৬.২৭ পয়েন্ট ও ১৫.২২ পয়েন্ট কমেছে।

লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। এসময় কোম্পানিটির ৩০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং, কোম্পানিটির ১৬ কোটি ৪৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে উঠে এসেছে বিবিএস ক্যাবলস।

টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন, ব্র্যাক ব্যাংক, রুপালি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি ও কুইন সাউথ টেক্সটাইল।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ৩২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৮.২৬ পয়েন্ট কমে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো, কোম্পানিটির ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত