![মদনে মাদক বিরোধী র্যালি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/human_cain_abnews_137911.jpg)
মদন (নেত্রকোনা), ০৩ মে, এবিনিউজ : নেত্রকোনার মদনে আজ বৃহস্পতিবার পৌর ছাত্রলীগের উদ্যোগে মাদক বিরোধী র্যালি বের করা হয়।
র্যালি শেষে বক্তব্য রাখেন টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নরুল হুদা,সিনিয়র শিক্ষক বাবুল, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ তারেক, সানোয়ার হোসেন প্রমুখ।
উদ্যোক্তারা জানিয়েছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মদন উপজেলা আওয়ামী লীগের কান্ডারী সাবেক সভাপতি, পুলিশ ইন্সপেক্টর সনজুর মোরশেদ শাহীনের ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে এবং উপজেলার বিভিন্ন স্থরের রাজনৈতিক নেতাদের উৎসাহ পেয়ে আমরা এ আয়োজন করি।
র্যালিতে বিভিন্ন স্কুল ও কিন্ডার গার্টেনের শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি