![জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল ও কাবাডি লীগ শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/game_abnews_137916.jpg)
ভোলা, ০৩ মে, এবিনিউজ : ভোলায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে ভলিবল ও কাবাডি লীগ-২০১৮।
আজ বৃহস্পতিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। ১৬টি দল নিয়ে এ লীগের খেলা অনুষ্ঠিত হবে। ৯ মে (বুধবার) ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে ভলিবল ও কাবাডি লীগ ২০১৮।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভলিবল লীগ ১৮এর আহ্বায়ক সাইফুল আলম বাবু,কাবাডি লীগ ১৮এর আহ্বায়ক রাজিব হোসেন তরুন।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. ফয়সেল, মুনতাসির আলম রবিন চৌধুরী, তানভীর হায়দার রাজিব চৌধুরী, মো. মোস্তফা কামাল, সুমন খান, আব্দুল আলিম আরিম, জিয়া উদ্দিন রুবেল প্রমুখ।
এবিএন/তপু/জসিম/এমসি