বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

গফরগাঁও (ময়মনসিংহ), ০৩ মে, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানাধীন বসত ভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এসময় হামলায় গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় উপজেলার পাগলা গ্রামে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করে পাগলা থানা পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার পাগলা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে তারা মিয়ার বসতভিটা নিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেনের দুই ছেলে খায়রুল ও এমদাদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে খায়রুল ও এমদাদ লোকজন নিয়ে বিরোধ র্পুন্য জমি দখলে নিতে চাই। তারা মিয়া বাড়িতে না থাকায় তারা মিয়ার প্রতিবেশী চাচাত ভাই আব্দুল জলিল লোকজন নিয়ে বাধা দেয়।

এসময় প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় আব্দুল জলিল, তার মেয়ে লাকি আক্তার(২৫), ফিরোজা খাতুন (৬০), তার ছেলে নয়ন মিয়ার (৪২) উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আব্দুল জলিল মারা যান। আহত তিনজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাগলা থানা পুলিশ খায়রুলের পিতা আনোয়ার হোসেন ও মাতা পারুল বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত আব্দুল জলিলের ভগ্নিপতি শিপলু বলেন, খায়রুল ও তার ভাই এমদাদ পিছন দিক থেকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে জলিল ভাইকে হত্যা করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খায়রুলের পিতা মাতাকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত