বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আখাউড়ায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আখাউড়া (ব্রা‏হ্মণবাড়িয়া), ০৩ মে, এবিনিউজ : আখাউড়ায় কামরুল মিয়া (১৮) নামে এক যুবক আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুইপক্ষের মধ্যে সংঘর্ষে কামরুলসহ ১০ জন আহত হয়। নিহত কামরুল মিয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের নসু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জান গেছে, গতকাল বুধবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের জজ মিয়া ও নসু মিয়ার লোকজনদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কামরুলসহ এতে দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

গুরুতর আহত কামরুল মিয়া ও ইকবাল মিয়াকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায়। আজ বৃহস্পতিবার দুপুরে কামরুল মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা নসু মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে জজ মিয়াকে প্রধান আসামী করে ৫ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে জজ মিয়া ও তার দুই ছেলে শরীফ মিয়া (২৮), ইমান মিয়া (২৫)কে গ্রেফতার করেছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন বলেন, তুচ্ছ ঘটনায় আহত কামরুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত