![পটিয়ার সামশুল হক এমপিকে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সম্মাননা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/mp_abnews_137921.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০৩ মে, এবিনিউজ : পটিয়ার ব্যাপক উন্নয়নে অবদান রাখায় আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপিকে পটিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
কিন্ডার গার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস ও মহা সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পটিয়া এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এসময় এমপি সামশুল হক চৌধুরী বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ধারাবাহিকতায় পটিয়াতেও অক্ষুন্ন রয়েছে। তিনি শিক্ষাক্ষেত্রে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নেতা এসএম মাহমুদুল হক, জুয়েল বড়–য়া, রহিম উদ্দিন, শহিদুল ইসলা সহ আরো অনেকে।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি