শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য নিহত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য নিহত

খাগড়াছড়ি, ০৩ মে, এবিনিউজ : পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ কেন্দ্রীয় কমিটির (পিসিজেএসএস-সংস্কার) সহ-সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় চেয়ারম্যানের সাথে থাকা পিসিজেএসএস-সংস্কারের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও গুলিবিদ্ধ হয়। তবে তিনি অক্ষত আছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুফ’র(পিসিজেএসএস-সংস্কার) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, ইউপিডিএফ’র সশস্ত্র গ্রুপ’র নেতা অর্পন চাকমার নেতৃত্বে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদে তার অফিসে আসার জন্য রওনা করে। অফিস গেইটে ঢোকার সাথে সাথে দুর্বত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর ভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিসিজেএসএস সংস্কার এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।

রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির ঘটনাটি স্বীকার করে জানান, আমি শুনেছি নানিয়ারচরে এ ধরণের প্রাণহানির ঘটনা ঘটেছে। নানিয়াচর থানা অফিসার্স ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনাস্থল জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় কমিটির (পিসিজেএসএস-সংস্কার) সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেএসএস সংস্কার এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে।

এসময় চেয়ারম্যানের সাথে থাকা পিসিজেএসএস সংস্কারের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও গুলিবিদ্ধ হয়। তবে তিনি বিপদমুক্ত আছেন। চেয়ারম্যান শক্তিমান প্রতিদিনের ন্যায় সকালে উপজেলা পরিষদে তার অফিসে আসার জন্য রওনা করে। অফিস গেইটে ঢোকার সাথে সাথে দুর্বত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহীরা জনসংহতি সমিতি (এমএন লারমা-সংস্কার) নামে নতুন দল গঠন করেছিলেন। এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন শক্তিমান চাকমা।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত