বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

লক্ষ্মীপুর, ০৩ মে, এবিনিউজ : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) আলাদাভাবে এ কর্মসূচি পালন করে।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে র‌্যালিটি বের হয়ে শহরে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল প্রমুখ।

এদিকে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) আয়োজিত র‌্যালিটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ফোরামের জেলা শাখার সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, আরজেএফ জেলা সভাপতি অ আ আবীর আকাশ,কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস প্রমুখ।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত