![পাইকগাছায় এমপি নূরুল হককে সম্মাননা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/mp_abnews_137937.jpg)
পাইকগাছা (খুলনা), ০৩ মে, এবিনিউজ : পাইকগাছায় হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মো. নূরুল হক।
আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগ ও এলাকাবাসী আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠান ও জনসভায় এলাকার মানুষ এমপি নুরুল হককে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার হিসাবে শতাধিক প্রতিষ্ঠান ও সংগঠন থেকে এমপিকে প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট। বিকেল ৩টায় অনুষ্ঠানের শুরুতেই পৌরসভা চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল আকারে লোকজন সমবেত হয় পৌরসভা মাঠে। বিকেল ৪টার পরে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে পৌরসভার মাঠ।
এক পর্যায়ে লোকজন মাঠের পাশের দলিল লেখক সমিতি ভবন ও মাঠের সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। প্রায় ৭ থেকে ৮ হাজার লোকের সমাগম ঘটে সংবর্ধনা অনুষ্ঠানে।
আগামী নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা এমপি নূরুল হককে নির্দিষ্ট করে বলেন, এলাকার উন্নয়নে যার অবদান রয়েছে, যিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন, দলের জন্য (কার্যালয়) স্থায়ী ঠিকানা করে দিয়েছেন আগামী নির্বাচনে তাকেই আমরা দলীয় প্রার্থী হিসাবে দেখতে চাই।
বক্তারা পাইকগাছা কয়রার নৌকা বহিরাগত কাউকে ভাড়া দেওয়া হবে না উল্লেখ করে আরো বলেন, আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে বর্তমান এমপিকে পুনরায় আওয়ামীলীগের প্রার্থী করবেন। অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তৃতায় এমপি নূরুল হক আবেগ আপ্লুত হয়ে বলেন, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছি। দল থেকে এ পর্যন্ত আমাকে ৪ বার মনোনয়ন দেওয়া হয়েছে। আমি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এলাকায় অভূতপূর্র্ব উন্নয়ন করি। এলাকার দৃশ্যমান উন্নয়ন যার রয়েছে তার বেশিরভাগই প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি করেছি। ওই সময় এলাকার লোকজন আমাকে আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার উপাধী দেয়। যা আর কারও নাই। ২০১৪ সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে গত কয়েক বছরে এলাকার অভূতপূর্ব উন্নয়ন করেছি। আজকের এলাকাবাসী যার স্বীকৃতি দিলো। ইতোমধ্যে আমি আমার প্রিয় সহধর্মীনি, পুত্র ও কণ্যা সন্তানকে হারিয়ে অনেকটাই অসহায় হয়ে পড়ে ছিলাম। তবুও প্রিয়জনদের শোক আমাকে এলাকার উন্নয়ন থেকে সরাতে পারেনি। এলাকাবাসীর ভালবাসা পেয়ে সকল শোক আজ শক্তিতে পরিণত হলো।
এর প্রতিদান কোন দিন শোধ হবার নয় উল্লেখ করে এমপি নূরুল হক বলেন, এভাবেই আগামীতেও এলাকা ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী আমাকে নির্বাচন পরিচালনা (কেন্দ্র) কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি