![পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/03/rally_abnews_137938.jpg)
পাইকগাছা (খুলনা), ০৩ মে, এবিনিউজ : পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে স্বাধীনতার ৪৭ বছর ও আমাদের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ।
বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, এমআর মন্টু, রবিউল ইসলাম, আবুল হাশেম, প্রভাষক বজলুর রহমান, ডাঃ মৃন্ময় মন্ডল, ইউপি সদস্য আব্দুস সাত্তার গাজী ও আনসার কমান্ডার আবু হানিফ।
সভায় বক্তারা ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিএমএসএফ-এর ১৪ দফা বাস্তবায়নের দাবি জানান।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি