![রামকান্তপুর ইউনিয়ন সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/rajbari_137955.jpg)
রাজবাড়ী, ০৪ মে, এবিনিউজ: রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ও রামকান্তপুর ইউনিয়ন সঙ্গীত নিকেতন সমাজকলাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মাটিপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে রামকান্তপুর ইউনিয়ন সঙ্গীত নিকেতন সমাজকলাণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি কাজী ইরাদত আলী।।
রামকান্তপুর ইউনিয়ন সঙ্গীত নিকেতন সমাজকলাণ সংজের সভাপতি মুক্তিযুদ্ধ আব্দুসোবাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ওরপ দত্ত হলি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আব্দুর রহিম সজল প্রমুখ।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর