বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবকের প্রাণহানি

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবকের প্রাণহানি

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবকের প্রাণহানি

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : রাজধানীর আরামবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে আরামবাগ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শাওন। শাওন ফকিরাপুলের আরামবাগ এলাকার লিটন মিয়ার ছেলে।

জানা গেছে, ভোরে আরামবাগ মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শাওন। এ সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় রাস্তায় থেমে থাকা একটি রেকারের সঙ্গে একটি লেগুনার ধাক্কা লাগলে ১৩ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ঢামেকের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত