শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আতলেতিকোর কাছে বিদায় নিল আর্সেনাল

আতলেতিকোর কাছে বিদায় নিল আর্সেনাল

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : আর্সেন ওয়েঙ্গার ২২টি বছর কাটিয়েছেন ইংলিশ ক্লাব আর্সেনালের সাথে। চলতি মৌসুম শেষে তিনি ছিন্ন করছেন এই দীর্ঘ সম্পর্ক। তবে তার শিষ্যরা ভাল অবস্থায় নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থান ছয় নম্বরে, এফ এ কাপ থেকেও বাদ পড়েছে। কোচকে বিদায়ী সংবর্ধনা দেওয়া ও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার উপায় হিসেবে ছিল উয়েফা ইউরোপা লিগ। তবে সেমি ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে গানাররা। দুই লেগ মিলে তাদের হার ২-১ গোলে।

আর্সেনালের হয়ে এটাই ছিল ওয়েঙ্গারের জন্য শেষ ইউরোপিয় শিরোপার লড়াই। সেমি ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ। দ্বিতীয় লেগে আতলেতিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেত্রোপলিতানোতে হার সঙ্গী হয়েছে আর্সেনালের।

সপ্তম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন আতলেতিকোর স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপরই দুর্ভাগ্য আঘাত হানে আর্সেনাল শিবিরে। অষ্টম মিনিটে ইনজুরিতে পড়েন ফরাসি ডিফেন্ডার ও আর্সেনাল অধিনায়ক লোহন্ত কোসেলনি। তাকে মাঠ ছাড়তে হয়। ইনজুরির কারণে তার বিশ্বকাপ খেলাও হুমকির মধ্যে পড়েছে।

২৭ মিনিটে বড় সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে ফরাসি স্ট্রাইকার আলেক্সন্দ্র লাকাজেত সময়মত শট করতে পারেননি। তিনি জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলকে বল দিলেও তিনি শট নেওয়ার আগেই বল হারান।

প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে জড়ান কস্তা। ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমানের দারুণ একটি পাস থেকে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে সেগুলোকে গোলে রূপান্তরিত করতে পারেনি দলটি। আতলেতিকোও পারেনি ব্যবধান বাড়াতে। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ মে। লিওঁতে এই ম্যাচে আতলেতিকোর প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মার্শেই।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত