![উলিপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মত বিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/ulipur-motbinimoy_137968.jpg)
উলিপুর (কুড়িগ্রাম) , ০৪ মে, এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুর থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের সাথে সাংবাদিকদের সৌজন্য মত বিনিময় অনুষ্ঠিত হয়।
গতকাল বুহস্পতিবার সন্ধ্যা ৭টায় থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, আলহাজ্ব নূরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, হাফিজুর রহমান সেলিম, হাফিজুর রহমান শাহীন, আব্দুল মালেক, আসলাম উদ্দিন পিন্টু, আমিনুল ইসলাম বিটু, লক্ষণ সেন গুপ্ত, রোকনুজ্জামান মানু, ইউনুছ আলী, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এস.আই নাসিরুল ইসলাম প্রমুখ।
এবিএন/ আব্দুল মালেক /জসিম/নির্ঝর