বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে অজ্ঞানপার্টির হোতা আটক

নড়াইলে অজ্ঞানপার্টির হোতা আটক

নড়াইল, ০৪ মে, এবিনিউজ: নড়াইলে অজ্ঞানপার্টির মূলহোতাকে মোবাইল সিম, ইয়াবা ও অজ্ঞান করার মলমসহ আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৩ মে) ভোরে সদরের মীরাপাড়ায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির হোতা আবু সাঈদকে (৪০) আটক করা হয়। আবু সাঈদ মীরাপাড়া গ্রামের জব্বার শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দপ্তরের ছয়টি সিল, বিভিন্ন মোবাইল কোম্পানির ৪৪টি সিম, ৫৫ পিস ইয়াবা ও অজ্ঞান করার মলম উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আবু সাঈদ দীর্ঘদিন যাবত অজ্ঞানপার্টির সঙ্গে সম্পৃক্ত। তার সাথে আরো কয়েকজন সদস্য আছে বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দপ্তরের সিল দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আবু সাঈদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম /জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত