![চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হাতে ডিম বিক্রেতা খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/chapainawabganj_abnews24 copy_137973.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ০৪ মে, এবিনিউজ : জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় জাহাঙ্গীর আলী (৫৫) নামে এক ডিম বিক্রেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাহাঙ্গীর আলী হাউসনগর গ্রামের বিশারদ আলীর ছেলে।
আজ শুক্রবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন জানান, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় মনাকষা বাজারে ডিম বিক্রি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল জাহাঙ্গীর আলী। এ সময় বাড়ি থেকে প্রায় ২০০ গজ দুরে দুর্বৃত্তরা তার পথ রোধ করে গলাকেটে তাকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ ও তার ব্যবহৃত বাইসাইকেল, ডিম বিক্রির সরঞ্জাম উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি