ঢাকা, ০৪ মে, এবিনিউজ : সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ডের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সিলেট বাস মালিক সমিতি।
আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
ওসি খায়রুল ফজল জানান, দুর-পাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বাস টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, মৃত্যু ফান্ডের টাকা দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হতো। এজন্য প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হলেও সম্প্রতি চাঁদার পরিমাণ ৫০ টাকা করা হয়। এর প্রতিবাদে ঢাকা পরিবহন মালিক সমিতি শুক্রবার থেকে সিলেটে বাস চলাচল বন্ধ করে দেয়। তবে শুধুমাত্র এনা পরিবহন নামের যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকায় চলাচল করছে বলে জানা গেছে।
এবিএন/জনি/জসিম/জেডি